রাইট শেয়ার ছাড়বে ন্যাশনাল পলিমার

সময়: শনিবার, আগস্ট ৩১, ২০১৯ ১:৫৭:০২ অপরাহ্ণ


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ন্যাশনাল পলিমার মূলধন বাড়াতে রাইট শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ১আর:১ অর্থাৎ ১টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি রাইট শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।
নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিক্রমে রাইট শেয়ার ছাড়া হবে। দিকে বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ১৫ অক্টোবর মঙ্গলবার বেলা ১১ টায় বিশেষ সাধারণ সভায় (ইজিএম) অনুষ্ঠিত হবে। বিনিয়োগকারী নির্বাচনে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২২ সেপ্টেম্বর।
এদিকে গত বৃহস্পতিবার প্রতিটি শেয়ার সর্বশেষ ১১৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়। গত এক বছরে এ শেয়ারের দর ৬৭ টাকা ৩০ পয়সা থেকে ১৩৩ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৫৬৩ বার পড়া হয়েছে ।
Tagged