নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান রূপালী ব্যাংক পিএলসি ৩০ সেপ্টেম্বর ২০২৫ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান (EPS) দাঁড়িয়েছে ৩ টাকা ৪৪ পয়সা, যেখানে আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১৩ পয়সা।
চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জানুয়ারি–সেপ্টেম্বর ২০২৫) ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২৪ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ২ পয়সা।
২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৩২ টাকা ১৭ পয়সা।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘমেয়াদি সুদ ও ব্যাংকের ক্রেডিট ঝুঁকির কারণে রূপালী ব্যাংকের এই তৃতীয় প্রান্তিকের লোকসান বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হবে।


