ডিএসইর লেনদেনে শীর্ষে রূপালী লাইফ ইন্সুরেন্স

রূপালী লাইফ ইন্স্যুরেন্স ১০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে

সময়: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ১০:৩৫:৫৫ পূর্বাহ্ণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ বা ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ডিএসই সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানির ঘোষিত বার্ষিক সাধারণ সভা (AGM) আগামী ০৩ ডিসেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এজিএমে লভ্যাংশ অনুমোদনের পর তা শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ করা হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ সেপ্টেম্বর, অর্থাৎ ওই তারিখ পর্যন্ত যাদের নামে শেয়ার থাকবে, তারাই ঘোষিত ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন।

এই ঘোষণা বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। কারণ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স নিয়মিত ডিভিডেন্ড প্রদানের জন্য পরিচিত একটি বীমা কোম্পানি।

 

Share
নিউজটি ১০৮ বার পড়া হয়েছে ।
Tagged