লিন্ডে বিডির আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: বুধবার, অক্টোবর ২৬, ২০২২ ১:২৭:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত লিন্ডে বিডির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। গতকাল অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১৩ টাকা ৮৩ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৯৬ পয়সা।

তিন প্রান্তিক বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৮ টাকা ৭৮ পয়সা। গতবছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৫৯ টাকা ৪১ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ অর্থাৎ ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩৬ টাকা ১৮ পয়সা। গতবছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৪ টাকা ১৩ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৮৯ টাকা ৭৪ পয়সা। গতবছর একই সময়ে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৭৫ টাকা ১৬ পয়সা।

 

Share
নিউজটি ১৫৭ বার পড়া হয়েছে ।
Tagged