লুজারের শীর্ষে ইনডেক্স অ্যাগ্রো

সময়: রবিবার, এপ্রিল ১১, ২০২১ ৩:২২:৫১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে ইনডেক্স অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ৭ টাকা ১০ পয়সা বা ৯.৮১ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার কোম্পানিটি সর্বশেষ ৬৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৭৮৩ বারে ৩ লাখ ৮০ হাজার ৩০০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৯ টাকা ৭০ পয়সা বা ৮.৬৮ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ২০৭ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ১০ টাকা ৫০ পয়সা বা ৮.৪১ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-আরএকে সিরামিকস, জিলবাংলা সুগার মিলস, বিডি থাই অ্যালুমিনিয়াম, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ঢাকা ডাইং, বে-লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও আমান কটন ফাইবার্স লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩১৭ বার পড়া হয়েছে ।
Tagged