দুই ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

লুজার তালিকার শীর্ষে এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড

সময়: বুধবার, ফেব্রুয়ারি ২৪, ২০২১ ৪:৫১:২৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও দরপতনের বা টপটেন লুজার তালিকার শীর্ষে রয়েছে এনসিসি ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। আজ ফান্ডটির দর ৪০ পয়সা বা ৪.৯৪ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ফান্ডটি সর্বশেষ ৭ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ২৬৩ বারে ৬ লাখ ২৬ হাজার ৬৭০টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৮ লাখ টাকা।

লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড। আজ কোম্পানিটির দর ১৩৫ টাকা ৬০ পয়সা বা ৪.০৬ শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩ হাজার ২০৫ টাকা দরে লেনদেন হয়।

ফারইস্ট ফিন্যান্স লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির দর ১০ পয়সা বা ২.৫৬ শতাংশ কমেছে।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, মিরাকল ইন্ডাস্ট্রিজ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সানলাইফ ইন্স্যুরেন্স, আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ও রূপালী ব্যাংক লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৩৬০ বার পড়া হয়েছে ।
Tagged