নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস মঙ্গলবার (২০ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন। ডিএসই সূত্রে জানা গেছে, এদিন কোম্পানিটির ৩০ কোটি ৭২ লাখ ৮১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের পরিমাণে দ্বিতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস। আজ ডিএসইতে কোম্পানিটির মোট ১৫ কোটি ৮৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বীচ হ্যাচারির, যার মোট লেনদেন দাঁড়িয়েছে ১২ কোটি ৩৬ লাখ ৫৯ হাজার টাকা।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ব্র্যাক ব্যাংকের ৮ কোটি ৬২ লাখ ৫৮ হাজার টাকা, মিডল্যান্ড ব্যাংকের ৭ কোটি ২৬ লাখ ১০ হাজার টাকা, সিটি ব্যাংকের ৬ কোটি ৯২ লাখ ৮০ হাজার টাকা, ফু-ওয়াং ফুডসের ৫ কোটি ৯৯ লাখ ৬১ হাজার টাকা, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৪ কোটি ৮৩ লাখ ২৬ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৪ কোটি ৭০ লাখ ৭৭ হাজার টাকা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৪ কোটি ৬৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।


