সূচক কমলেও বেড়েছে লেনদেন

লেনদেন কমলেও মূলধন বেড়েছে

সময়: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ১১:৪৫:২২ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৮ জানুয়ারি-০১ ফেব্রুয়ারি) দেশের শেয়ারবাজারে লেনদেন কমলেও মূলধন বেড়েছে ০.১৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে দেশের উভয় শেয়ারবাজারে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৭.৫৮ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২১৩.৯৯ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ১০.৬৪ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৩৬২.৯৩ পয়েন্টে ।

এছাড়া, ডিএসই-৩০ সূচক ২.১৭ পয়েন্ট বা ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১৬.৭৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৮২টি, কমেছে ১৭৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৫০ কোটি ৪৯ লাখ ৭১ হাজার ৭০টি শেয়ার ১২ লাখ ২৯ হাজার ৬৫৭বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ৪ হাজার ৫৮৪ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৮৫২ কোটি ১৬ লাখ ৬০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২৬৭ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা বা ৫.৫১ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৫৪ হাজার ৯৬৬ কোটি ১৭ লাখ ৬৫ হাজার ২১০ টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ১০৭ কোটি ১ লাখ ৪ হাজার ৮৩২ টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৪০ কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৬২২ টাকা বা ০.১৫ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৩.৯৯ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬২৬.১২ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৪৫.১৮ পয়েন্ট বা ০.৪২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫৫৫.২৩ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৯.৪৫ পয়েন্ট বা ০.৭৬ শতাংশ এবং সিএসআই সূচক ১২.০৭ পয়েন্ট বা ১.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ২৫৯.৬৮পয়েন্টে এবং এক হাজার ১৪২.৬৪ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৮৫.০৩ পয়েন্ট বা ০.৬৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২৭৭.৪৭ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ১৫২টি, কমেছে ১৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৭৮ কোটি ২৯ লাখ ৬০ হাজার ২৬ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯২ কোটি ৯৯ লাখ ৭ হাজার ৫২৮ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৪ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার ৫০১ টাকা বা ১৫.৮০ শতাংশ কমেছে।

 

Share
নিউজটি ৬৮ বার পড়া হয়েছে ।
Tagged