সাপ্তাহিক রিটার্নে লোকসানে ১০ খাতের বিনিয়োগকারীরা

সময়: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ১১:৪৪:৩৭ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৮ জানুয়ারি-০১ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর কমেছে ১০ খাতে। এর ফলে এই ১০ খাতের বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে পাট খাতে। এই খাতে ৬.৭০ শতাংশ দর কমেছে। ৩.১০ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিরামিক খাত। একই সময়ে ২.৯০ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে- চামড়া খাতে ১.২০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ১.১০ শতাংশ, বিবিধ খাতে ১০.০০ শতাংশ, আর্থিক খাতে ০.৮০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.৫০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৩০ শতাংশ এবং টেলিকমিউনিকেশনের ০.১০ শতাংশ দর কমেছে।

 

Share
নিউজটি ৭১ বার পড়া হয়েছে ।
Tagged