নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের প্রতিষ্ঠান সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ৩০ জুন ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ (ক্যাশ ডিভিডেন্ড) ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর এ সিদ্ধান্ত গৃহীত হয়।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, আলোচ্য অর্থবছরে কোম্পানিটি প্রতি শেয়ারে ২ টাকা ৪৬ পয়সা লোকসান করেছে, যেখানে আগের অর্থবছরে লোকসান ছিল ২ টাকা ৩২ পয়সা। অর্থাৎ, গত বছরের তুলনায় লোকসানের পরিমাণ ১৪ পয়সা বেড়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি নগদ প্রবাহ (ক্যাশ ফ্লো) দাঁড়িয়েছে ২ টাকা ৪৪ পয়সা, যা আগের বছর ছিল ৯ টাকা ৩৮ পয়সা।
২০২৫ সালের ৩০ জুন তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫ টাকা ২৮ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৭ নভেম্বর ২০২৫।


