নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নামে থাকা ঢাকার সাভারে অবস্থিত ১০ তলা বাণিজ্যিক ভবন জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। ভবনটি ১৫ কাঠা জমির ওপর নির্মিত বলে জানা গেছে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক জাকির হোসেন গালিব এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক মো. মাসুদুর রহমান আদালতে আবেদনটি উপস্থাপন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, শিবলী রুবাইয়াত ভুয়া পণ্য রপ্তানি ও সরকারি দায়িত্বে অবহেলার মাধ্যমে ৩ লাখ ৬১ হাজার মার্কিন ডলার অবৈধভাবে দেশে এনেছেন। এ ছাড়া ভুয়া বাড়িভাড়া চুক্তিনামার মাধ্যমে প্রায় ২ লাখ ২৬ হাজার ৩০৮ ডলার ঘুষ হিসেবে গ্রহণ করেন এবং সন্দেহজনক লেনদেনের মাধ্যমে ওই অর্থ হস্তান্তর ও রূপান্তর করেন।
দুদকের ভাষ্য অনুযায়ী, এই অর্থ ব্যবহার করে শিবলী রুবাইয়াত নিজের নামে ব্যক্তিগত সম্পদ গড়ে তোলেন এবং তা গোপন করার অপচেষ্টা করেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দুর্নীতি প্রতিরোধ আইনের আওতায় গুরুতর শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত।
এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে। ৫ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরবর্তীতে, ২৫ জুন আদালত তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞাও জারি করেন।
দুদকের মতে, পারিবারিক ব্যয়ের অজুহাতে শিবলী রুবাইয়াত ঘরভাড়ার নামে আগাম অর্থ গ্রহণ করে তা দিয়ে অবৈধ সম্পদ অর্জন করেছেন। ফলে মামলার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং রাষ্ট্রীয় স্বার্থ সুরক্ষায় তার স্থাবর সম্পদ—যেমন জমি ও বহুতল ভবন—জব্দ করা প্রয়োজন হয়ে পড়ে।


