নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা না করে বিনিয়োগকারীদের হতাশ করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিটি আলোচ্য বছরে শুন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে।
এদিকে, কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ সেপ্টেম্বর দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ০৪ আগস্ট, ২০২৫।
উল্লেখ্য, একটানা মুনাফা ও লভ্যাংশ প্রদানে পিছিয়ে থাকা প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এমন সিদ্ধান্ত বাজারে নেতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


