শেয়ারপ্রতি লোকসান থাকলেও তিতাস গ্যাস দিচ্ছে ২% ডিভিডেন্ড

সময়: সোমবার, অক্টোবর ২৭, ২০২৫ ১০:৩৭:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড (Titas Gas Transmission & Distribution Ltd.) ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় অনুমোদনের পর এই তথ্য জানানো হয়।

? শেয়ারপ্রতি লোকসান (Loss per Share)
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (Loss per Share) হয়েছে ৭ টাকা ৮০ পয়সা, যা আগের অর্থবছরের ৭ টাকা ৫২ পয়সা থেকে বেড়েছে। শেয়ারহোল্ডাররা মূলধনের হ্রাসের পরও আংশিক নগদ লভ্যাংশ পাবেন।

? নিট সম্পদমূল্য (NAVPS)
৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAVPS) দাঁড়িয়েছে ৯০ টাকা ১৩ পয়সা, যা প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা ও সম্পদের দৃঢ়তা নির্দেশ করছে।

? বার্ষিক সাধারণ সভা (AGM)
বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হবে ২৪ ডিসেম্বর, ২০২৫, ডিজিটাল প্ল্যাটফর্মে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর, ২০২৫। এই তারিখে যেসব শেয়ারহোল্ডার তালিকাভুক্ত থাকবেন, তাঁরা ডিভিডেন্ড পাওয়ার যোগ্য হবেন।

? বিশ্লেষণ
তিতাস গ্যাস দেশের প্রধান গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান।
যদিও ২০২৫ অর্থবছরে লোকসান হয়েছে, তবুও প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যা বিনিয়োগকারীদের আস্থার একটি ইতিবাচক বার্তা।
বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদে রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানের আর্থিক কাঠামো শেয়ারহোল্ডারদের জন্য স্থিতিশীলতা প্রদান করবে।

 

 

Share
নিউজটি ৯৮ বার পড়া হয়েছে ।
Tagged