শেয়ারবাজার চাঙ্গা করতে বাজেটে আসছে কর ছাড় ও তালিকাভুক্তিতে উৎসাহ

সময়: সোমবার, মে ১২, ২০২৫ ১১:২১:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: ২০২৫–২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে আস্থা ফেরাতে একগুচ্ছ নীতিগত সুবিধা অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, বিনিয়োগকারীদের কর ছাড়, তালিকাভুক্ত কোম্পানির কর হারে ছাড় এবং অ-তালিকাভুক্ত কোম্পানির ওপর অতিরিক্ত কর আরোপের মাধ্যমে বাজারে গতি ফেরানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারে বিনিয়োগে কর ছাড়ের পরিধি বাড়ানোর পাশাপাশি ডিভিডেন্ড আয়ের ওপর কর রেয়াত আরও সহনীয় করার প্রস্তাব রয়েছে। এতে বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়বে বলে মনে করা হচ্ছে। এছাড়া তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করহারে ন্যূনতম ১০ শতাংশ ব্যবধান রাখার পরিকল্পনা রয়েছে, যা বর্তমানে গড়ে ২.৫ শতাংশ।

মোবাইল অপারেটরদের ক্ষেত্রেও করহার ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫০ শতাংশ করার চিন্তা চলছে। এর ফলে বাংলালিংক ও টেলিটকের মতো অপারেটরদের পুঁজিবাজারে তালিকাভুক্তির পথে আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

পাবলিকলি ট্রেডেড কোম্পানির মধ্যে যেসব কোম্পানি আইপিওর মাধ্যমে ১০ শতাংশের বেশি শেয়ার ছেড়েছে, তাদের করহার ২০ শতাংশ রাখা হবে। অন্যদিকে যেসব কোম্পানি ১০ শতাংশ বা কম শেয়ার ছেড়েছে, তাদের করহার নির্ধারিত থাকবে ২২.৫ শতাংশ। ব্যবসায়ী সংগঠন এফবিসিসিআই কর ব্যবধান ১৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে এবং যেসব প্রতিষ্ঠান ১০ কোটির বেশি কর ছাড় পায়, তাদের তালিকাভুক্তি বাধ্যতামূলক করার সুপারিশও করেছে।

এছাড়া, নতুন কোম্পানিগুলোর জন্য ট্যাক্স হলিডে সুবিধা চালুর প্রস্তাব দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, যাতে বাজারে নতুন উদ্যোগ ও উদ্যোক্তার প্রবেশ সহজ হয়।

নীতিগত এই সুবিধাগুলো বাস্তবায়িত হলে বাজারে নতুন কোম্পানির আগমন বাড়বে, বিনিয়োগের পরিবেশ উন্নত হবে এবং বিনিয়োগকারীদের দীর্ঘদিনের আস্থা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

Share
নিউজটি ২০১ বার পড়া হয়েছে ।
Tagged