সূচক কমলেও বেড়েছে লেনদেন

শেয়ারবাজার থেকে প্রায় সোয়া ১৩ হাজার কোটি টাকা উধাও

সময়: শুক্রবার, মার্চ ৭, ২০২৫ ৯:০৬:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০২-০৬ মার্চ’২৫) দেশের শেয়ারবাজার থেকে প্রায় সোয়া ১৩ হাজার কোটি টাকার উধাও হয়ে গেছে। অর্থাৎ গত সপ্তাহের ৫ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে ১৩ হাজার ২১৬ কোটি ৬৬ লাখ ১০ হাজার টাকা বা ১.৯০ শতাংশ। একই সঙ্গে কমেছে সূচক ও টাকার অংকে লেনদেন। এছাড়া লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দও কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বিদায়ী সপ্তাহে সূচকের পাশাপাশি উল্লেখযোগ্য হারে টাকার অংকে লেনদেন কমেছে।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩.৩৪ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২০৩.৯৬ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে- ডিএসই-৩০ সূচক ১৫.৮৭ পয়েন্ট বা ০.৮৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮৯.৬৮ পয়েন্টে।

ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৬.১১ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ১৬০.৮৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৪৭.৩৩ পয়েন্ট বা ৪.৬৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৭০.৩৪ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৮৬টি, কমেছে ২৮৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৮ কোটি ৪৮ লাখ ৪০ হাজার শেয়ার ৬ লাখ ১৩ হাজার ২৬৪বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৮১৩ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৫৬ কোটি ৬০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১ হাজার ২৪২ কোটি ৫০ লাখ ৭০ হাজার টাকা বা ৪০.৬৫ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৩৬৪ কোটি ২০ লাখ ৭০ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮২ হাজার ১৪৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৩ হাজার ২১৬ কোটি ৬৬ লাখ ১০ হাজার টাকা বা ১.৯০ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩০.১২ পয়েন্ট বা ০.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০২.৮৮ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ৭৩.৫২ পয়েন্ট বা ০.৮২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৯৪.৭৭ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ৯.৭ পয়েন্ট বা ০.৮৭ শতাংশ এবং সিএসআই সূচক ৩.৬১ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১০৩.৩০ পয়েন্টে এবং ৯৪৩.১০ পয়েন্টে।

এছাড়া, সিএসই-৩০ সূচক ১২৮.৬৬৫ পয়েন্ট বা ১.০৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭৯৭.২০ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৮৫টি, কমেছে ২১৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ২২ হাজার ৩৩৪ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৭০ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার ৭৪১ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৫০ কোটি ৭৮ লাখ ৬৪ হাজার ৪০৭ টাকা বা ৮৮.৫১ শতাংশ।

 

Share
নিউজটি ১৮৫ বার পড়া হয়েছে ।
Tagged