শেয়ার জালিয়াতি কাণ্ড: একমি পেস্টিসাইডসের বিরুদ্ধে বিএসইসির কড়া পদক্ষেপ

সময়: বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৭:৪৩:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস লিমিটেড-এর বিরুদ্ধে তদন্তে অনিয়ম ও দুর্নীতির গুরুতর প্রমাণ পাওয়ার পর কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানির পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) প্রতিবেদন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সভাপতিত্বে ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত ৯৭৩তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি এ তথ্য নিশ্চিত করেছে।

পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ
তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে, একমি পেস্টিসাইডস লিমিটেডের পরিচালনা পর্ষদের চারজন সদস্য—

  • চেয়ারম্যান মিসেস শান্তা সিনহা

  • ব্যবস্থাপনা পরিচালক রেজাউর রহমান সিনহা

  • পরিচালক আহসান হাবিব সিনহা

  • পরিচালক কে এম হেলুয়ার

এছাড়া কোম্পানি সচিব সবুজ কুমার ঘোষ এবং চিফ ফাইনান্সিয়াল অফিসার (সিএফও) সেলিম রেজা এর বিরুদ্ধেও গুরুতর অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।

প্রি-আইপিও জালিয়াতির অভিযোগে আরও ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠান
তদন্তে আরও জানা গেছে, প্রি-আইপিও প্লেসমেন্টে অর্থ প্রদান না করেও শেয়ার নেওয়ার অভিযোগ রয়েছে

কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এদের মধ্যে রয়েছেন— মো. আফজাল হোসেন, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মো. মতিউর রহমান, বিক্রমপুর পটেটো ফ্লেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তফাজ্জল হোসেন ফরহাদ, জাভেদ এ মাতিন, বেঙ্গল অ্যাসেটস হোল্ডিংস লিমিটেড, চিটাগং পেস্টিসাইডস অ্যান্ড ফিশারিজ লিমিটেড, হেরিটেজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড, আঞ্জুমান আরা বেগম, ব্রিগেডিয়ার জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার, এনআরবি ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (এমডিএ), তৌহিদা আক্তার, মো. রুহুল আজাদ ও রাণু ইসলাম।

ইস্যু ম্যানেজারের বিরুদ্ধে ব্যবস্থা
একমি পেস্টিসাইডস লিমিটেডের ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড (এসইএমএল) প্রসপেক্টাসে ভুয়া বা অসংগত তথ্য দাখিলের অভিযোগে দায়ী সাব্যস্ত হয়েছে। এজন্য বিএসইসি প্রতিষ্ঠানটির নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

নিরীক্ষকদের বিরুদ্ধেও পদক্ষেপ
প্রি-আইপিও পর্যায়ে আর্থিক প্রতিবেদনে বাস্তব তথ্য অন্তর্ভুক্ত না করায় নিরীক্ষক সিরাজ খান বসাক অ্যান্ড কোং এর বিরুদ্ধে প্রয়োজনীয় এনফোর্সমেন্ট প্রক্রিয়া শুরু করেছে বিএসইসি।
অন্যদিকে, আইপিও থেকে সংগৃহীত অর্থের সঠিক ব্যবহার প্রতিবেদনে না দেখানোর অভিযোগে নিরীক্ষক শফিক বসাক অ্যান্ড কোং এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিষয়টি ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি)-এ প্রেরণ করা হয়েছে।

বাজার বিশ্লেষকদের প্রতিক্রিয়া
বিশ্লেষকরা মনে করছেন, এ ধরনের কঠোর পদক্ষেপ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে। তারা বলেন, পুঁজিবাজারে অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করলে বাজার আরও স্বচ্ছ ও স্থিতিশীল হবে।

 

Share
নিউজটি ১১১ বার পড়া হয়েছে ।
Tagged