সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে হতাশার চিত্র শেয়ারবাজারে

সময়: শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ ১২:৩০:১২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে বিদায়ী সপ্তাহে (২৪-২৮ মার্চ) হতাশার চিত্র দেখা গেছে। গত সপ্তাহে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে একদিন শেয়ারবাজার বন্ধ থাকায় মাত্র ৪দিন লেনদেন হয়েছে। এর মধ্যে ধারাবাহিকভাবে ৩ কার্যদিবস সূচক কমরেও শেষ কার্যদিবসে বেড়েছে। সপ্তাহজুড়ে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন। এতে সপ্তাহজুড়ে বিনিয়োগকারীরা পুঁজি হারিয়েছে ১৩ হাজার ৩১১ কোটি ১ লাখ ১৯ হাজার টাকার বা ১.৯২ শতাংশ।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬৩.৩৪ পয়েন্ট বা ২.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৭৮.৩৩ পয়েন্টে।

অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩৮.৪৯ পয়েন্ট বা ২.৯৮ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২৫৪.৫৪ পয়েন্টে।

ডিএসই-৩০ সূচক ৪৬.৬৩ পয়েন্ট বা ২.২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১.০৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসএমইএক্স সূচক ৯৩.৮৪ পয়েন্ট বা ৬.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩০.৩৮ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৯৩টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৩৫টি, কমেছে ৩৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬১ কোটি ৩০ লাখ শেয়ার ৬ লাখ ১৬ হাজার ৯৭৮বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজার মূল্য দাঁড়িয়েছে ১ হাজার ৯৭৫ কোটি ৭৫ লাখ টাকা।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৫ কোটি ১৪ লাখ ১০ হাজার টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ৯ কোটি ৩৮ লাখ ৪০ হাজার টাকা বা ০.৪৭ শতাংশ।

বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯২ হাজার ৫৪০ কোটি ৪ লাখ ৪ হাজার টাকা।

আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭৯ হাজার ২২৯ কোটি ২ লাখ ৮৫ হাজার টাকায়।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১৩ হাজার ৩১১ কোটি ১ লাখ ১৯ হাজার টাকা বা ১.৯২ শতাংশ।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৮৩.৭৪ পয়েন্ট বা ২.২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৫৩.৪৪ পয়েন্টে।

সিএসইর অপর সূচক সিএসসিএক্স ২১৬.৬৭ পয়েন্ট বা ২.১৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৯৫১.৪৩ পয়েন্টে।

অপর ২টি সূচকের মধ্যে সিএসই-৫০ সূচক ১৭.৫৭ পয়েন্ট বা ১.৪৬ শতাংশ এবং সিএসআই সূচক ২০.১১ পয়েন্ট বা ১.৮৪ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে- এক হাজার ১৮২.২৬ পয়েন্টে এবং এক হাজার ৭৪.৫৮ পয়েন্টে।

এছাড়া সিএসই-৩০ সূচক ৬৭.১৬ পয়েন্ট বা ০.৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৭০১.৮২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে।

এর মধ্যে দর বেড়েছে ৪৮টি, কমেছে ২৪৩টি এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৭ কোটি ১৭ লাখ ৪৪ হাজার ৪১৪ টাকার।

আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৬ কোটি ১ লাখ ৯৬ হাজার ৩৫৮ টাকার।

অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৩১ কোটি ১৫ লাখ ৪৮ হাজার ৫৬ টাকা বা ৪৭.১৯ শতাংশ বেড়েছে।

Share
নিউজটি ২৭ বার পড়া হয়েছে ।
Tagged