সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সময়: শনিবার, এপ্রিল ১, ২০২৩ ১:৪১:৩০ পূর্বাহ্ণ


সপ্তাহজুড়ে ৩ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- পাইওনির ইন্স্যুরেন্স, ডিবিএইচ ফাইন্যান্স এবং আইসিবি ইসলামি ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত এ ৩ কোম্পানি ৩১ ডিসেম্বর’২২ সমাপ্ত অর্থবছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করে ডিভিডেন্ড ঘোষণা করেছে।

পাইওনিয়ার ইন্স্যুরেন্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত অর্থ বছরের জন্য ২৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ০৯ পয়সা।

আগের ছরের একই সময়ে ইপিএস ছিল ৬ টাকা ৯৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এনএভি হয়েছে ৪৬ টাকা ৮৮ পয়সা।

এই ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ৩১ মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি।

এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৭ এপ্রিল।

ডিবিএইচ ফাইন্যান্স: কোম্পানিটি ৩১ ডিসেম্বর ২০২২ অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ স্টক ডিভিডেন্ড।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ২১ পয়সা।

যা আগের অর্থবছরে ছিল ৫ টাকা ৩৫ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪১ টাকায়।

যা আগের অর্থবছর শেষে ছিল ৩৭ টাকা ১৫ পয়সা।

আগামী ১৮ মে বেলা সাড়ে ১১টায় ভার্চুয়াল মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ এপ্রিল।

আইসিবি ইসলামি ব্যাংক: কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ অর্থবছরের জন্য ‘নো ডিভিডেন্ড’ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩৮ পয়সা।

আগের বছর ব্যাংকটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৫৯ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় ছিল ১৮ টাকা ৫১ পয়সা।

যা আগের বছর ছিল ১৮ টাকা ১৩ পয়সা।

আগামী ১৩ জুলাই ২০২২ তারিখে ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ মে।

Share
নিউজটি ১২৯ বার পড়া হয়েছে ।
Tagged