সূচক কমলেও বেড়েছে লেনদেন

বিদায়ী সপ্তাহে মিশ্র প্রবণতায় লেনদেন

সময়: শনিবার, এপ্রিল ১, ২০২৩ ১:২৭:৫০ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২৭-৩০ মার্চ) মিশ্র প্রবণতায় লেনদেন হয়েছে দেশের শেয়ারবাজারে। আলোচ্য দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচকের পাশাপাশি লেনদেন কমেছে।
গেল সপ্তায় লেনদেন হয়েছে ১ হাজার ৬৩৯ কোটি ১৭ টাকা। যার মোট লেনদেনের ৪২ দশমিক ২৯ শতাংশই দশ কোম্পানির দখলে রয়েছে। দশ কোম্পানি একাই লেনদেন হয়েছে ৬৯৩ কোটি ২২ টাকা। তবে শেয়াবাজারে মূলধন পরিমাণ বেড়েছে ৯৫৫ কোটি ৩৮ লাখ টাকা।

গত সপ্তাহে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে ৭৮ দশমিক ৭৬ শতাংশ।
এই সময় স্টকের বাজার মূলধন পরিমাণ কমেছে ৫৭৪ কোটি টাকা। একটি বাদে বাকী পাঁচ ধরনের সূচক কমেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, প্রধান সূচক ডিএসইএক্স ৮.৫১ পয়েন্ট কমে দাঁড়ায় ৬২০৬.৮০ পয়েন্টে।

এছাড়া ডিএসই৩০ সূচক ৮.৫১ এবং শরিয়াহ সূচক ডিএসইএস ৩.৯২ পয়েন্ট কমে দাঁড়ায় যথাক্রমে- ২২০৯.৪৪ এবং ১৩৪৯.৩৩ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে তালিকাভুক্ত ৩৭৮টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৯১টির, কমেছে ৪০টির ও অপরিবর্তিত রয়েছে ২৩৭টির। লেনদন হয়নি ৩৩টি কোম্পানির শেয়ার।

গেল সপ্তায় ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৬৩৯ কোটি ১৭ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৬১ কোটি ৩ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১২২ কোটি ৮৬ লাখ টাকা বা ৬ দশমিক ৯৭ শতাংশ।

ডিএসইতে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪০৯ কোটি ৭৯ লাখ টাকা। আগের সপ্তাহে গড়ে লেনদেন হয়েছিল ৩৫২ কোটি ৪০ লাখ টাকা। গত সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬২ হাজার ৩৬৬ কোটি ৩১ লাখ টাকায়।

এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৬১ হাজার ৪১০ কোটি ৯৩ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯৫৫ কোটি ৩৮ লাখ টাকা।

এদিকে, এক সপ্তাহে ব্যবধানে প্রধান সূচক সিএএসপিআই ০.৪৭ শতাংশ কমে দাঁড়ায় ১৮২৮৮.৩৪ পয়েন্টে। সিএসই৫০ সূচক ০.৭৫ শতাংশ, সিএসই৩০ ০.১৬ শতাংশ, সিএসইসিএক্স ০.৪৭ শতাংশ এবং সিএসআই ০.৮৪ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে- ১৩১৩.৩৮, ১৩৩৪১.৮১, ১০৯৬২.৬০ এবং ১১৪৮.৭৬ পয়েন্টে। এছাড়া সিএসই এসএমইএক্স সূচক ০.৭৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৫৯৮.৪৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে ১৮৭টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৬টির, কমেছে ৪৩টির ও অপরিবর্তিত রয়েছে ১৮৭টির কোম্পানির। গত সপ্তাহে লেনদেন হয়েছে ১১২ কোটি ৬৬ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৪ কোটি ১৪ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৫০ কোটি ৫২ লাখ টাকা বা ৭৮ দশমিক ৭৬ শতাংশ।

সিএসইতে বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৪৮ হাজার ২৩৩ কোটি ৫৬ লাখ টাকায়। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৪৮ হাজার ৮০৮ কোটি ৯ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫৭৪ কোটি ৫৩ লাখ টাকা।

 

Share
নিউজটি ১৩৭ বার পড়া হয়েছে ।
Tagged