সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সময়: শনিবার, ডিসেম্বর ৯, ২০২৩ ১:১০:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে ৪ কোম্পানির ঘোষণা করা হয়েছে। কোম্পানিগুলো হলো- কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আছিয়া সী ফুড লিমিটেড, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি এবং মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেড। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৬১ পয়সা আয় হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৭৮ পয়সা আয় হয়েছিল।

গত ৩০ জুন, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ১৯ পয়সা।

আগামী ২৫ জানুযারি, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর, ২০২৩।

আছিয়া সী ফুড লিমিটেড: এসএমই মার্কেটে তালিকাভুক্ত কোম্পানিটি গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে কোম্পানির ইপিএস ছিল ১ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৫৭ পয়সা।

আগামী ২২ ফেব্রুয়ারি, কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ ডিসেম্বর।

এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি: কোম্পানিটি গত ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ২.৩৬ টাকা। গত অর্থবছরের একই সময় যার পরিমাণ ছিল ০.৫১ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৫.৪৮ টাকা (নেগেটিভ) এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪৮.১৮ টাকা। কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

মামুন এগ্রো প্রোডাক্টস লিমিটেড: এসএমই খাতের তালিকাভুক্ত কোম্পানিটি ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ও স্পন্সর পরিচালকদের জন্য ০২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১.০৬ টাকা। গত অর্থবছরের একই সময় যার পরিমাণ ছিল ১.২২ টাকা। এছাড়া শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ৬৫ পয়সা এবং শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভিপিএস) ১৫.৮৯ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Share
নিউজটি ৯৩ বার পড়া হয়েছে ।
Tagged