সপ্তাহজুড়ে ডিএসইর পিই রেশিও কমেছে ০.২৪ পয়েন্ট

সময়: শনিবার, এপ্রিল ৯, ২০২২ ১:৪৩:৩০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (৩-৭ এপ্রিল‘২২) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্য আনুপাতিক হার বা পিই রেশিও বেড়েছে ০.২৪ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগের সপ্তাহে (২৭-৩১ মার্চ‘২২) ডিএসইর পিই রেশিও ছিল ১৫.৬৩ পয়েন্ট। যা বিদায়ী সপ্তাহে (৩-৭ এপ্রিল‘২২) দাঁড়িয়েছে ১৫.৩৯ পয়েন্টে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও কমেছে ০.২৪ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ।

বিদায়ী সপ্তাহে (৩-৭ এপ্রিল‘২২) খাতভিত্তিক পিই রেশিও ছিল ব্যাংক খাতে ৭.৮ পয়েন্ট, সিমেন্ট খাতে ২২.৪০ পয়েন্ট, সিরামিক খাতে ২৯.৮ পয়েন্ট, প্রকৌশল খাতে ২২.০০ পয়েন্ট, আর্থিক খাতে ১৯.১ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ২৪.০০ পয়েন্ট, বিদ্যুৎ ও জ্বালানী খাতে ১১.৮ পয়েন্ট, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১৮.৫ পয়েন্ট, তথ্য ও প্রযুক্তি খাতে ২৬.২ পয়েন্ট, পাট খাতে ৩০৫.০০ পয়েন্ট, লাইফ ইন্স্যুরেন্স খাতে নেগেটিভ, বিবিধ খাতে ১২.০০পয়েন্ট, মিউচ্যুয়াল ফান্ড খাতে ৭.৬ পয়েন্ট, কাগজ ও প্রকাশনা খাতে ৩৪.৫ পয়েন্ট, ওষুধ ও রসায়ণ খাতে ১৬.৭ পয়েন্ট, সেবা ও আবাসন খাতে ১৮ পয়েন্ট, চামড়া খাতে ৫৫.৭ পয়েন্ট, টেলিকমিউনিকেশন খাতে ১৭.২ পয়েন্ট, বস্ত্র খাতে ১৭.৪ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাতে ৫৯.৭ পয়েন্ট।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ১৯৬ বার পড়া হয়েছে ।
Tagged