সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে কমেছে সূচক ও লেনদেন

সময়: শনিবার, এপ্রিল ৯, ২০২২ ১:৪২:৪৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (৩-৭এপ্রিল’২২) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন ছিল তলানী। বিদায়ী সপ্তাহে দরপতনের ধারায় অনেকটাই আস্থা সঙ্কটে ছিল বিনিয়োগকারীদের মধ্যে। যে কারণে তারা লেনদেন নিয়ে ছিল দোটানায়। এর ফলেই বিদায়ী সপ্তাহে সব সূচকের পাশাপাশি কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর এবং বাজার মূলধন।

সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইক্স ১.৭৩ শতাংশ বা ১১৬.৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৪১.২৩ পয়েন্টে। ডিএসই৩০ মূল্য সূচক ০.৯১ শতাংশ বা ২২.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৫১.৫৯ পয়েন্টে। ডিএসইএস শরিয়াহ্ সূচক ০.৯৯ শতাংশ বা ১৪.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৫৩.৬০ পয়েন্টে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া মোট ৩৯৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫১টি, কমেছে ৩২৪টি অপরিবর্তিত রয়েছে ১০টির।
আলোচিত সপ্তাহে ডিএসইতে মোট ৭৬ কোটি ৩৮ লাখ ১০ হাজার ৬০টি শেয়ার ৫ লাখ ৪০ হাজার ৯০১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৩ হাজার ৩৯ কোটি ২৭ লাখ ৪৯ হাজার ৫৭১ টাকা। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় লেনদেন কমেছে ৩৫.১০ শতাংশ বা এক হাজার ৬৪৪ কোটি ৭ লাখ ৩৫ হাজার ৫৩১ টাকা।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে প্রতিদিন গড় ১৫ কোটি ২৭ লাখ ৬২ হাজার ১২টি শেয়ার এক লাখ ৮ হাজার ১৮০বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৬০৭ কোটি ৮৫ লাখ ৪৯ হাজার ৯১৪ টাকা। যা আগের সপ্তাহের তুলনায় ৩৫.১০ শতাংশ বা ৩২৮ কোটি ৮১ লাখ ৪৭ হাজার ১০৬ টাকা কম।

গত সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৯ হাজার ৪১৫ কোটি ৪৮ লাখ ৪ হাজার ৩০৫ টাকা, যা সপ্তাহের শেষ কার্যদিবসে দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ৫৩৯ কোটি ৭২ লাখ ৪৯ হাজার ১৪২ টাকায়। অর্থাৎ আগের সপ্তাহের তুলনায় বাজার মূলধন কমেছে ১.২৭ শতাংশ বা ৬ হাজার ৮৭৫ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ১৬৩ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে ৩ কোটি ১৪ লাখ ৯২ হাজার ৯২২টি শেয়ার ৩০ হাজার ৮৪১বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৮৬ কোটি ৬৫ লাখ ৩৮ হাজার ৬৩৯ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ১৩৪ কোটি ৫৫ লাখ ৫৮ হাজার ৭২১ টাকা ২০ পয়সা।

সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪৭.০৮ পয়েন্ট বা ১.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫০১.৭৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে- সিএসসিএক্স ১৪৭.২৮ পয়েন্ট বা ১.২৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৭০০.৩১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২৮.৬১ পয়েন্ট বা ০.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৪.৪৫ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯.১৯ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৪৪৭.৬৫ পয়েন্টে এবং সিএসআই ১১.০৩ পয়েন্ট বা ০.৮৯ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ২৩৪.৩৬ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৭৬টি, কমেছে ২৫৬টি এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২০৮ বার পড়া হয়েছে ।
Tagged