ব্লক মার্কেট

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৭৮ কোটি টাকার লেনদেন

সময়: শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২০ ১:০২:১২ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সপ্তাহজুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩১ কোম্পানির ৭৮ কোটি টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬ কোটি টাকা বা সাড়ে ৮ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭২ কোটি টাকার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিগুলোর ২ কোটি ৫২ লাখ ৬৪ হাজার ৮৩৩টি শেয়ার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৭৮ কোটি ৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে ২৭ কোম্পানির ১ কোটি ১৭ লাখ ৭৫ হাজার ৭৯৫টি শেয়ার হাত বদলের মাধ্যমে ৭১ কোটি ৯২ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ব্লক মার্কেটে ৬ কোটি ১৬ লাখ ১ হাজার টাকা বা ৮.৫৬ শতাংশ বেশি লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭ কোটি ৬৭ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে বিকন ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ১০ কোটি ৯৪ লাখ ৭৯ হাজার টাকার ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৯ কোটি ৭৯ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ওয়ান ব্যাংকের।
এছাড়া ব্যাংক এশিয়ার ১ কোটি ৫৩ লাখ ৩ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট এগ্রোর ২৪ লাখ ৭৬ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১ কোটি ৮ লাখ ৬৮ হাজার টাকার, এডিএন টেলিকমের ৫ লাখ ৭৯ হাজার টাকার, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১ কোটি ১৪ লাখ টাকার, ফাইন ফুডসের ৯ লাখ ৯৫ হাজার টাকার, নর্দার্ণ জুটের ৩৪ লাখ ৩৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৫ লাখ ৬০ হাজার টাকার, রহিম টেক্সটাইলের ১০ লাখ ৪৪ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৬ কোটি ১ লাখ ১ হাজার টাকার, স্ট্যান্ডার্ড সিরামিকের ১ কোটি ৩২ লাখ ৩ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭১ লাখ ৬৪ হাজার টাকার, উত্তরা ব্যাংকের ১ কোটি ৭৫ লাখ টাকার, কনফিডেন্স সিমেন্টের ৬৯ লাখ ৮০ হাজার টাকার, লাফার্জহোলসিমের ৩ কোটি ৯০ লাখ ৬০ হাজার টাকার, ম্যারিকোর ৪০ লাখ ৭৭ হাজার টাকার, সিনোবাংলার ২২ লাখ ৬৮ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ১৮ লাখ টাকার, ন্যাশনাল পলিমারের ৭ লাখ ৭৬ হাজার টাকার, এসএস স্টিলের ৬ লাখ ১৫ হাজার টাকার, সামিট পাওয়ারের ৫ কোটি ৪৯ লাখ ৬০ হাজা টাকার, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ২ কোটি ১৭ লাখ ৯৮ হাজার টাকার, ফেডারেল ইন্স্যুরেন্সের ১২ লাখ ৬০ হাজার টাকার, মুন্নু সিরামিকের ১৩ লাখ ৩৪ হাজার টাকার, সমতা লেদারের ৯ লাখ ৬০ হাজার টাকার, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৬ লাখ ৪৯ হাজার টাকার এবং সিলকো ফার্মার ১ কোটি ৪৬ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৯৮ বার পড়া হয়েছে ।
Tagged