সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহজুড়ে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সময়: শনিবার, নভেম্বর ২, ২০১৯ ৪:৫২:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : সাপ্তাহিক ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। তবে টাকার অংকে গত সপ্তাহে লেনদেনের পরিমান কিছুটা বেড়েছে। আলোচিত সপ্তাহটিতে ডিএসইতে লেনদেন ৮.৩০ শতাংশ শতাংশ। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৫ কার্যদিবসের মধ্যে চার দিনই কমেছে সূচক। তবে এক কার্যদিবস কমলেও এর মাত্রা ছিলো সামান্য। এরই ধারাবাহিকতায় গত সপ্তাহে ডিএসইতে সব ধরনের সূচকের পতন ঘটে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহে ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৬৭৩ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৬৮১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১২৭ কোটি ৮৩ লাখ ১৮ হাজার ২২৮ টাকা বা ৮.৩০ শতাংশ বেশি। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫৪৫ কোটি ৫৫ লাখ ৬২ হাজার ৪৫৩ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ১৩৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৩০৯ কোটি ১১ লাখ ১২ হাজার ৪৯০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২৫ কোটি ৫৬ লাখ ৬৩ হাজার ৬৪৬ টাকা বেশি হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৯ পয়েন্ট বা ১.৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বা ১.৯১ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট বা ২.৮৩ শতাংশ কমে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১ হাজার ৯৬ পয়েন্ট ও ১ হাজার ৬২৮ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৫৫টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৩৬টি বা ৩৮ শতাংশের, কমেছে ২০৪টির বা ৫৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির বা ৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহজুড়ে ১১৩ কোটি ৪৮ হাজার ৮৭৪ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১২১ কোটি ৯১ লাখ ১৬ হাজার ৩০৫ টাকার। এ হিসাবে সপ্তাহের ব্যবধানে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন ৮ কোটি ৯০ লাখ ৬৭ হাজার ৪৩১ টাকা বা ৭.৩১ শতাশ কমেছে।
বিদায়ী সপ্তাহে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০৯ পয়েন্ট বা ২.১২ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২২১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১৮৬ পয়েন্ট বা ২.১১ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৮২ পয়েন্ট বা ২.১৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ২৬ পয়েন্ট বা ২.৩৭ শতাংশ এবং সিএসআই ২১ পয়েন্ট বা ২.২৩ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৮ হাজার ৬৪৬, ১২ হাজার ৬১২, ১ হাজার ৫৭ এবং ৯০২০ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে সিএসইতে মোট ৩০১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের হাত বদল হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০০টির বা ৩৩ শতাংশ, দর কমেছে ১৮৩টির বা ৬১ শতাংশ এবং দর অপরিবর্তিত রয়েছে ১৮টির বা ৬ শতাংশ।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৪৮১ বার পড়া হয়েছে ।
Tagged