সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

সময়: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২২, ২০২২ ৫:০৭:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আজ ২২ সেপ্টেম্বর দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক বাড়লেও কমেছে টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২.৫৬ পয়েন্ট বা ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৬৫ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৩৭ বা ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪৩৬.৭২ পয়েন্টে। তবে ডিএসই-৩০ সূচক ৯.১৩ পয়েন্ট বা ০.৩৮ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে দুই হাজার ৩৬৫.৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৩টির বা ৩৪.৯৩ শতাংশের, কমেছে ৭৮টির বা ২০.৮০ শতাংশের এবং ১৬৬টির বা ৪৪.২৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ ২৭ কোটি ১৭ লাখ ৬৮ হাজার ২৮৭টি শেয়ার ২ লাখ ৪১ হাজার ২৯৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য এক হাজার ৬৬৬ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ৮০৩ টাকা। যা আগের কার্যদিবস থেকে ১৪২ কোটি ০৫ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৮০৮ কোটি ১৯ লাখ টাকার।

আজ ডিএসইর বাজার মূলধন ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার ০৪৭ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৫৯ পয়েন্ট বা ০.১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৪.৮৭ পয়েন্টে। সিএসইতে আজ ২৬১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯১টির দর বেড়েছে, কমেছে ৬৩টির আর ১০৭টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৯৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ১৯৪ বার পড়া হয়েছে ।
Tagged