সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহ শেষে শেয়ারবাজারে ঝলমলে উত্থান, সূচক ও লেনদেনে প্রাণচাঞ্চল্য

সময়: বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫ ৩:৪২:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রত্যাশার আলোর ঝলকানিতে সপ্তাহ শেষ হয়েছে শেয়ারবাজারে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) লেনদেনের শুরু থেকেই সূচক ছিল উর্ধ্বমুখী, আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই ধারা আরও শক্তিশালী হয়ে দিনশেষে সূচকের তীর গিয়ে ঠেকেছে সপ্তাহের সর্বোচ্চ অবস্থানে। এতে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারদরও বেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ডিভিডেন্ড ঘোষণাকে কেন্দ্র করেই বাজারে এই ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। আগের দিনই একাধিক কোম্পানি উল্লেখযোগ্য হারে ডিভিডেন্ড ঘোষণা করেছে, যা বিনিয়োগকারীদের আস্থায় নতুন জোয়ার এনেছে। আজও একাধিক কোম্পানির বোর্ড সভা ডিভিডেন্ড সংক্রান্ত বিষয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাছাড়া আগামী সপ্তাহজুড়েও শতাধিক কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত বোর্ড সভা নির্ধারিত আছে, যা বাজারে প্রত্যাশার আলো জ্বালিয়ে রেখেছে।

ফলে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি না করে ধরে রাখছেন কিংবা নতুন করে ক্রয় করছেন—এরই প্রতিফলন দেখা গেছে সার্বিক বাজার চিত্রে।

? সূচকের উর্ধ্বগতি
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,১৪৯.৮৯ পয়েন্টে।
এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৭৫ পয়েন্ট বেড়ে হয়েছে ১,০৮৮.৫৪ পয়েন্ট, এবং ডিএসই-৩০ সূচক ২৩.৯২ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে ১,৯৯৮.১০ পয়েন্টে।

? লেনদেনের পরিমাণে উল্লম্ফন
ডিএসইতে আজ মোট ৪৬৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৩৫৫ কোটি ৪ লাখ টাকার তুলনায় ১১৩ কোটি ৫৬ লাখ টাকা বেশি।
লেনদেনে অংশ নেয় ৩৯৩টি প্রতিষ্ঠান, যার মধ্যে ২৪৯টির দর বেড়েছে, ৮০টির কমেছে এবং ৬৪টির দর অপরিবর্তিত ছিল।

? চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) উর্ধ্বমুখী প্রবণতা
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৩ লাখ টাকার, যা আগের দিনের ১২ কোটি ২৮ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দর বেড়েছে, ৫৪টির কমেছে এবং ২৩টির দর অপরিবর্তিত ছিল।
সার্বিক সূচক সিএএসপিআই ১২৩.৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪,৪১৩.০১ পয়েন্টে, যেখানে আগেরদিন সূচক ১৩.২৩ পয়েন্ট কমেছিল।

বাজার বিশেষজ্ঞরা বলছেন, চলমান ডিভিডেন্ড মৌসুমে বিনিয়োগকারীরা আশাবাদী মনোভাব বজায় রেখেছেন। যেসব কোম্পানি ইতিমধ্যে আকর্ষণীয় ডিভিডেন্ড ঘোষণা করেছে, সেগুলোর পাশাপাশি আরও অনেক কোম্পানি শক্তিশালী ঘোষণা দিতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ আশাতেই বাজারে ক্রয়চাপ বৃদ্ধি পেয়েছে এবং সপ্তাহের শেষ দিনটি রূপ নিয়েছে উত্থানমুখী সমাপ্তিতে।

 

Share
নিউজটি ১১৫ বার পড়া হয়েছে ।
Tagged