মীর আখতারের শেয়ার

সর্বোচ্চ দরে ক্রয়াদেশ অনুসন্ধানে বিএসইসি’র তদন্ত কমিটি

সময়: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৪, ২০২১ ১:০৮:৫০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতার হোসেনের শেয়ারকে সর্বোচ্চ দরে ক্রয়াদেশ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে এ কোম্পানির শেয়ারকে সর্বোচ্চ দরে ক্রয়াদেশ দিয়ে প্রভাবিত করার কারণে দুটি বিও (বেনিফিশারি ওনার্স) হিসাব সাময়িকভাবে জব্দ করা হয়েছে। এছাড়া এ ক্রয়াদেশ দেওয়ার কারণে আইডিএলসি সিকিউরিটিজের একজন ট্রেডারকে (অনুমোদিত প্রতিনিধি) সাময়িকভাবে লেনদেন কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) এ সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।

বিএসইসি সূত্রে জানা গেছে, বুধবার সকালে লেনদেন শুরুর আগের প্রাক–লেনদেন চলাকালে আইডিএলসি সিকিউরিটিজ থেকে মীর আখতার হোসেনের শেয়ার দিনের সর্বোচ্চ দামে ক্রয়াদেশ দেওয়া হয়। এ ক্রয়াদেশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর দুটি বিও হিসাব থেকে দেওয়া হয়। তাৎক্ষণিকভাবে তা বিএসইসির সার্ভিলেন্স সফটওয়্যারে চিহ্নিত হয়। সঙ্গে সঙ্গে বিএসইসি থেকে ব্রোকারেজ হাউসটিকে এ বিষয়ে সতর্ক করা হয়। পরবর্তীতে ওই ক্রয়াদেশ দু’টি তুলে নেওয়া হয়। এরই ধরাবাহিকতায় যে দুটি বিও হিসাব থেকে ক্রয়াদেশ দেওয়া হয়েছিল তা জব্দ করা হয়। তাছাড়া এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ওই ক্রয়াদেশ দেওয়ার কারণে একজন ট্রেডারকে সাময়িকভাবে লেনদেন কার্যক্রম থেকে বিরত রেখেছে ব্রোকারেজ হাউজটি।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, মীর আখতার হোসেনের শেয়ারকে সর্বোচ্চ দরে ক্রয়াদেশ দিয়ে প্রভাবিত করায় দুটি বিও হিসাব সাময়িকভাবে জব্দ এবং ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শেয়ারবাজারে মীর আখতারের লেনদেন শুরু হয়েছে মঙ্গলবার থেকে। প্রথম দিনেই শেয়ারটির দাম সর্বোচ্চ সীমায় উঠে যায়। এ কারণে লেনদেন শুরুর প্রথম দিনের বেশির ভাগ সময়ই এটির শেয়ার বিক্রেতাশূন্য ছিল। আর দ্বিতীয় দিনে বুধবার লেনদেন শুরুর আগে শেয়ারটি দিনের সর্বোচ্চ দামে ১২১ টাকায় ক্রয়াদেশ দেওয়া হয়। এ বিষয়টি লেনদেন শুরুর আগে বিএসইসির নজরে আসে। পরবর্তীতে তাৎক্ষণিক বিএসইসি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ৫২৬ বার পড়া হয়েছে ।
Tagged