সাপ্তাহিক গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স

সময়: শনিবার, নভেম্বর ১৯, ২০২২ ৪:০২:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৩-১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স উঠে এসেছে । গত সপ্তাহে কোম্পানিটির সবচেয়ে বেশি দর বাড়ার কারণে সাপ্তাহিক গেইানেরর শীর্ষে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ২৫ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৪০ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহের চেয়ে এর দর বেড়েছে ১৫ টাকা ৩০ পয়সা বা ৫০.৭৭ শতাংশ। এর মাধ্যমে চার্টার্ড লাইফ ইন্সুরেন্স ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধি শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু এগ্রো মেশিনারিজের ৮.৯০ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৭.৬৯ শতাংশ, আমরা নেটওয়ার্কের ৭.১৬ শতাংশ, ই-জেনারেশনের ৭.১২ শতাংশ, সী-পার্ল হোটেলের ৬.০২ শতাংশ, মুন্নু সিরামিকের ৫.৯৩ শতাংশ, বেঙ্গল উইন্ডেসরের ৪.৯৬ শতাংশ, বাটা সুয়ের ৪.২৪ শতাংশ এবং বিজিআইসির ৩.৮৪ শতাংশ দর বেড়েছে।

 

Share
নিউজটি ১৮৯ বার পড়া হয়েছে ।
Tagged