সিটি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ

সময়: বুধবার, আগস্ট ২, ২০২৩ ২:০৫:২৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৫৫ পয়সা।

অর্থববছরের প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮১ পয়সা।

প্রতিবেদন অনুযায়ী, এই বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির কনসোলিডেটেড কর পরবর্তী মুনাফা (প্রফিট আফটার ট্যাক্স) দাঁড়িয়েছে ২৩৬.৯৪ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ২১৭.২২ কোটি টাকা।

 

 

Share
নিউজটি ১৭৭ বার পড়া হয়েছে ।
Tagged