সাপ্তাহিক দর পতনের শীর্ষে মিডল্যান্ড ব্যাংক

সময়: বুধবার, এপ্রিল ১৯, ২০২৩ ৩:২৪:৩৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে মিডল্যান্ড ব্যাংকের। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার সাপ্তাহিক দর পতন তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

সপ্তাহের শুরুতে ব্যাংকটির শেয়ারের উদ্বোধনী দর ছিল ১২ টাকা ৮০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ১১ টাকা ৫০ পয়সায়।

সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ১০.১৬ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে বিচ হ্যাচারির। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৮.৬০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ দর কমেছে ইস্টার্ন হাউজিংয়ের। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৭.২২ শতাংশ।

বিদায়ী সপ্তাহে চতুর্থ সর্বোচ্চ লিগ্যাছি ফুটওয়ারের ৬.৫৯ শতাংশ দর কমেছে।
ডিএসইতে সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জুট স্পিনার্সের ৬.১৩ শতাংশ, শ্যামপুর সুগারের ৫.৪০ শতাংশ, জিলবাংলা সুগারের ৪.০৬ শতাংশ, মেঘনা পেটের ৩.৩৮ শতাংশ, বেঙ্গল উইন্ডসোর ৩.৩০ শতাংশ এবং সমতা লেদারের ৩.১৫ শতাংশ দর কমেছে।

উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে (১৬-১৮ এপ্রিল) ৩ দিনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৪৪টির, অপরিবর্তিত রয়েছে ২৫০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

 

 

Share
নিউজটি ১০১ বার পড়া হয়েছে ।
Tagged