সাপ্তাহিক দর পতনের শীর্ষে সেন্ট্রাল ফার্মা

সময়: শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ৬:১০:১৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে সেন্ট্রাল ফার্মার। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ১৯.৫২ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৩৩ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ২৬ টাকা ৮০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৬ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাউথ বাংলা ব্যাংকের শেয়ার দর কমেছে ১৮.৫২ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ৪ হাজার ৯০৪ টাকা ৫০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ৩ হাজার ৯৯৬ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৯০৮ টাকা ৫০ পয়সা।

১৬.৯০ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে এএফসি এগ্রো বায়োটেক।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ২১ টাকা ৩০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৭ টাকা ৭০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ৩ টাকা ৬০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৬.৩৯ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ১৫.০০ শতাংশ, মিথুন নিটিংয়ের ১৪.৯১ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৩.৫২ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ১৩.১৭ শতাংশ, অ্যাকটিভ ফাইনের ১২.৭৬ শতাংশ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ১২.৬৯ শতাংশ দর কমেছে।

 

Share
নিউজটি ৪৯ বার পড়া হয়েছে ।
Tagged