সাপ্তাহিক লেনদেনে শীর্ষে ফু-ওয়াং সিরামিকস

সময়: শুক্রবার, মার্চ ৮, ২০২৪ ৬:১১:৪৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৩-০৭ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে ফু-ওয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ৯৫ লাখ ৫৫ হাজার ৭৯২টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য ২০৮ কোটি ৮৪ লাখ ৯০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.১৫ শতাংশ।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬ কোটি ১২ লাখ ৫৪ হাজার ৯৯টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য ১৮৯ কোটি ৬৫ লাখ ৫০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.৬৮ শতাংশ।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- মুন্নু ফেব্রিক্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৯৯ লাখ ১১ হাজার ১১টি শেয়ার লেনদেন হয়েছে। টাকার অংকে যার বাজার মূল্য ৯৩ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। যা ছিল ডিএসইর লেনদেনের ২.৩১ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আফতাব অটোমোবাইলসের ৮৯ কোটি ১৬ লাখ ৯০ হাজার টাকা, ফরচুন সুজের ৮৯ কোটি ৯০ হাজার টাকা, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৮৭ কোটি ৩৭ লাখ ৯০ হাজার টাকা, বেস্ট হোল্ডিংসের ৮৪ কোটি ৩৪ লাখ টাকা, ফু-ওয়াং ফুডসের ৭৯ কোটি ৬৯ লাখ ১০ হাজার টাকা, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৭৫ কোটি ৭৬ লাখ ২০ হাজার টাকা এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির ৭২ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ৪১ বার পড়া হয়েছে ।
Tagged