ডিএসইর দর বৃদ্ধির শীর্ষে খান ব্রাদার্স

সাপ্তাহিক দর পতনের শীর্ষে খান ব্রাদার্স

সময়: শুক্রবার, জুন ৭, ২০২৪ ১:৩৭:১৯ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০২-০৬ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে খান ব্রাদার্সের। সপ্তাহজুড়ে কোম্পানিািটর দর কমেছে ১৩.৯৫ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৬৩ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৪০ টাকা ৬০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১২ টাকা ৮০ পয়সা।

সাপ্তাহিক দরপতন বা লুজার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা হামি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর কমেছে ১৩.২৮ শতাংশ।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১৫৪ টাকা ৪০ পয়সা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৯০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ২০ টাকা ৫০ পয়সা।

১২.৫০ শতাংশ দর কমে সাপ্তাহিক লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিআইএফসি।

আগের সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির দর ছিল ১২ টাকা। গত সপ্তাহের শেস কার্যদিবসে যার পরিমাণ দাঁড়িয়েছে ১০ টাকা ৫০ পয়সা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর কমেছে ১ টাকা ৫০ পয়সা।

সাপ্তাহিক দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ১১.০৫ শতাংশ, রহিম টেক্সটাইলের ১০.০৯ শতাংশ, এনসিসি ব্যাংকের ৯.৭৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৯.৩০ শতাংশ, গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের ৯.২০ শতাংশ, আইবিবিএল পারপেচ্যুয়াল বন্ডের ৯.১৪ শতাংশ এবং ফিনিক্স ইন্স্যুরেন্সের ৯.০৩ শতাংশ দর কমেছে।

 

Share
নিউজটি ২৪ বার পড়া হয়েছে ।
Tagged