সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্সুরেন্স

সময়: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ৭:১১:২০ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (২৩-২৭ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে ক্রিস্টাল ইন্সুরেন্স লিমিটেডের। এর মাধ্যমে কোম্পানিটিৃৃৃ সাপ্তাহির্ক দর বৃদ্ধির তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে।

সপ্তাহের শুরুতে ক্রিস্টাল ইন্সুরেন্সের উদ্বোধনী দর ছিল ৫৩ টাকা ৬০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৬৫ টাকা ৮০ পয়সা। সপ্তাহের ব্যবধানে শেয়ারটির দর বেড়েছে ১২ টাকা ২০ পয়সা বা ২২.৭৬ শতাংশ।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির নেতৃত্বে থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়া ইন্সুরেন্সের দর বেড়েছে ১৮.৪০ শতাংশ, এক্সপ্রেস ইন্সুরেন্সের ১৩ শতাংশ, মেঘনা ইন্সুরেন্সের ১২.৯৭ শতাংশ, রূপালী ব্যাংকের ৮.৭৩ শতাংশ, এশিয়া প্যাসেফিক ইন্সুরেন্সের ৮.৬২ শতাংশ, লিগ্যাছি ফুটওয়ারের ৮.২৬ শতাংশ, রিপাবলিক ইন্সুরেন্সের ৭.৭৭ শতাংশ, দেশ জেনারেল ইন্সুরেন্সের ৬.৬৫ শতাংশ এবং আলিফ ইন্ডাস্ট্রিজের ৬.২৪ শতাংশ।

 

Share
নিউজটি ৯৩ বার পড়া হয়েছে ।
Tagged