সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে লিগ্যাছি ফুটওয়ার

সময়: শনিবার, এপ্রিল ১, ২০২৩ ১:২৫:০১ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে লিগ্যাছি ফুটওয়ারের। এর মাধ্যমে কোম্পানিটি সাপ্তাহিক দর বৃদ্ধি তালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছে। সপ্তাহের শুরুতে লিগ্যাছি ফুটওয়ারের উদ্বোধনী দর ছিল ৫৬ টাকা ২০ পয়সা। আর শেষ কার্যদিবসে ক্লোজিং দর হয়েছে ৭৪ টাকা ৫০ পয়সায়। আগের সপ্তাহের চেয়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ১৮ টাকা ২০ পয়সা বা ৩২.৩৮ শতাংশ।

আলোচ্য সপ্তাহে দ্বিতীয় সর্বোচ্চ দর বেড়েছে ইনটেক অনলাইনের। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ৩০.৬৬ শতাংশ। ১৪.২৪ শতাংশ দর বেড়ে ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তৃতীয় স্থানে উঠে এসেছে সমতা লেদার।

সপ্তাহজুড়ে ডিএসইতে চতুর্থ সর্বোচ্চ দর বেড়েছে মিরাকল ইন্ডাষ্ট্রিজের। বিদায়ী সপ্তাহে ডিএসইতে কোম্পানিটির দর বেড়েছে ১৩.৮৮ শতাংশ।

ডিএসইতে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সী ফুডের ১২.১০ শতাংশ, তশরিফা ইন্ডাষ্ট্রিজের ১১.২৯ শতাংশ, ন্যাশনাল ফিডের ১০.০৭ শতাংশ, বিডি অটোকারসের ৯.৯৮ শতাংশ, আএসএনের ৭.৪৫ শতাংশ এবং বিডি থাই অ্যালুমিনিয়ামের ৬.২৫ শতাংশ দর বেড়েছে।

উল্লেখ্য, বিদায়ী সপ্তাহে (২৭-৩০ মার্চ) শেয়ারবাজারে চার কার্যদিবস লেনদেন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেল সপ্তাহে ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ৪০টির, অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট।

 

Share
নিউজটি ১২৩ বার পড়া হয়েছে ।
Tagged