সাপ্তাহিক লুজারেরর শীর্ষে উত্তরা ব্যাংক

সময়: শনিবার, এপ্রিল ৯, ২০২২ ১:৩৯:০৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৩-০৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে দর বেশি কমেছে উত্তরা ব্যাংক লিমিটেডের। এর ফলে কোম্পানিটি লুজারের শীর্ষে অবস্থান করছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহের শুরুতে উত্তরা ব্যাংকের উদ্বোধনী দর ছিল ২৮ টাকা ৭০ পয়সা। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনশেষে এর ক্লোজিং দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৯০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে দর কমেছে ৩ টাকা ৮০ পয়সা বা ১৩.২৪ শতাংশ। এর মাধ্যমে উত্তরা ব্যাংক ডিএসইর সাপ্তাহিক দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর ফরচুন সুজের ৯.৪৫ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ৯.৪১ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৯.৩৪ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.২৭ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টের ৯.২২ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৯.২২ শতাংশ, কন্টিনেন্টাল ইন্সুরেন্সের ৯.০৯ শতাংশ, বিডিকমের ৯.০২ শতাংশ এবং ব্র্যাক ব্যাংকের ৮.৮৫ শতাংশ দর কমেছে।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৯৮ বার পড়া হয়েছে ।
Tagged