সাপ্তাহিক লুজারের শীর্ষে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ

সময়: শনিবার, সেপ্টেম্বর ১৮, ২০২১ ২:২৬:১৩ পূর্বাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৬.৬৫ শতাংশ দর কমে টপটেন লুজার বা দরপতনের শীর্ষে অবস্থান করছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৯৪ কোটি ৫০ লাখ ৫৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৮ কোটি ৯০ লাখ ১১ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে সাফকো স্পিনিং মিলস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৫.৯৭ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১৯ কোটি ৪৯ লাখ ৬৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৮৯ লাখ ৯২ হাজার টাকা।

কাট্টালি টেক্সটাইল লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১৫.৪৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৭ কোটি ১৮ লাখ ৮৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৪৩ লাখ ৭৬ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, কেয়া কসমেটিকস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, সাভার রিফ্যাক্ট্ররিজ, দুলামিয়া কটন, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড।
দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ২৮৬ বার পড়া হয়েছে ।
Tagged