সাপ্তাহিক লুজারের শীর্ষে জেনেক্স ইনফোসিস

সময়: শনিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২২ ৪:১১:৩৬ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (২০-২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক টপটেন লুজারের শীর্ষে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৩.৪৪ শতাংশ। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ৩১ কোটি ৭ লাখ ৯৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭ কোটি ৭৬ লাখ ৯৯ হাজার টাকা।

লুজারের দ্বিতীয় স্থানে রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১২.৮৯ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩৯ কোটি ১ লাখ ৭২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার টাকা।

কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটি সর্বোচ্চ দর কমেছে ১১.১১ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২৬ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৭৩ লাখ ৪৮ হাজার টাকা।

লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- স্ট্যাইল ক্রাফট, বিডি ল্যাম্পস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, প্রাইম ফিন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এশিয়া ইন্স্যুরেন্স, জিলবাংলা সুগার মিলস ও অ্যাপেক্স ফুডস লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

 

 

Share
নিউজটি ২৩৬ বার পড়া হয়েছে ।
Tagged