সাপ্তাহিক লুজারের শীর্ষে ইমাম বাটন

সময়: শনিবার, জুলাই ২৩, ২০২২ ৩:৫৬:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৭-২১ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লুজারের শীর্ষে উঠে এসেছে ইমাম বাটন। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৯.৪৪ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট ৩৬ লাখ ৮৬ হাজার টাকার। প্রতিদিন গড় ৭ লাখ ৩৭ হাজার ২০০ টাকার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সিভিও পেট্রোকেমিক্যালের ৯.৩৯ শতাংশ, ফরচুন সুজের ৯.২৯ শতাংশ, মেঘনা ইন্স্যুরেন্সের ৯.২২ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৯.২১ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৯.১৭ শতাংশ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৯.০৯ শতাংশ, জেনেক্স ইনফোসিসের ৯.০২ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯.০১ শতাংশ এবং শ্যামপুর সুগারের ৯.০১ শতাংশ দর কমেছে।
শেয়ারবাজার২৪

 

Share
নিউজটি ৩৭০ বার পড়া হয়েছে ।
Tagged