সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ন্যাশনাল টিউবস

সময়: শনিবার, অক্টোবর ২৬, ২০১৯ ৪:৩১:৫৩ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টিউবস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩৫ লাখ ৪৬ হাজার ৩০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬০ কোটি ৯৮ লাখ ২৬ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।
জানা যায়, তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন। কোম্পানিটির ১২ লাখ ৭৯ হাজার ৩৭১ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪১ কোটি ২৪ লাখ ৫০ হাজার টাকা।
মুন্নু জুট তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৩ লাখ ৪১ হাজার ৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকা।
তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার। কোম্পানিটির ১৩ লাখ ৬১ হাজার ৮৭৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৮ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা।
স্ট্যান্ডার্ড সিরামিক তালিকার পঞ্চম স্থানে রয়েছে। কোম্পানিটির ৭ লাখ ৯ হাজার ৭৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সোনার বাংলা ইন্স্যুরেন্স, প্রিমিয়ার ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিলকো ফার্মাসিউটিক্যালস ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/রী

Share
নিউজটি ৪৩৩ বার পড়া হয়েছে ।
Tagged