সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সময়: শনিবার, মার্চ ২৬, ২০২২ ১১:৫১:৩৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : আগের সপ্তাহের মত বিদায়ী সপ্তাহেও (২০-২৪ মার্চ’২২) ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে অবস্থান করছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহে কোম্পানিটির ডিএসইতে ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার ৩৬টি শেয়ার ৪৬০ কোটি ৮৫ লাখ ৫১ হাজার টাকায় লেনদেন হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সাপ্তাহিক লেনদেনের তালিকায় দ্বিতীয় অবস্থানে ছিল ফরচুন সুজ। সপ্তাহজুড়ে ডিএসইতে কোম্পানিটির এক কোটি ৬৭ হাজার ৬৩৫টি শেয়ার ১২৪ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকায় লেনদেন হয়।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ড্রাগন সোয়েটারের ১১৫ কোটি ৩৪ লাখ ১৪ হাজার টাকা, বিডিকম অনলাইনের ১০৫ কোটি ৫০ লাখ ৫ হাজার টাকা, ড্রাগন সোয়েটারের ৯৭ কোটি ৯৩ লাখ ৯৫ হাজার টাকা, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ৯২ কোটি ৭২ লাখ ৯০ হাজার টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ৮১ কোটি ২৮ লাখ ১ হাজার টাকা, আমরা টেকনোলোজিসের ৭২ কোটি ৭৪ লাখ ৪ হাজার টাকা, প্রিমিয়ার ব্যাংকের ৭০ কোটি ৫ লাখ ৪৬ হাজার টাকা এবং সাইফ পাওয়ারটেকের ৪৬ কোটি ২৬ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে।

দৈনিক শেয়ারবাজার পতিদিন/এসএ/খান

 

Share
নিউজটি ১৮৮ বার পড়া হয়েছে ।
Tagged