সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো

সময়: শনিবার, এপ্রিল ২৩, ২০২২ ২:৩৬:৪৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১৭-২১ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে অবস্থান করেছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২১৬ কোটি ৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৪২১টি শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৭.৮৭ শতাংশ।

লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই হসপিটাল। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৬৪ লাখ ২৫ হাজার ৯৫৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৫ কোটি ৫৯ লাখ ৬৭ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৮০ লাখ ৭৯৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৮ কোটি ৯১ লাখ ১৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সোনালী পেপারের ৮৭ কোটি ৩৬ লাখ ২৩ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্স ৮৪ কোটি ৭৬ লাখ ৮ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ৬৫ কোটি ৯৩ লাখ ৭ হাজার টাকার, ফরচুন সুজের ৫২ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৪৭ কোটি ৭৯ লাখ ৩৯ হাজার টাকার, বিডিকমের ৩৯ কোটি ১ লাখ ৮৮ হাজার টাকা এবং জেনেক্স ইনফোসিসের ৩৮ কোটি ১৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Share
নিউজটি ২০২ বার পড়া হয়েছে ।
Tagged