সূচক কমলেও বেড়েছে লেনদেন

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েে ১৫ খাতের

সময়: শনিবার, এপ্রিল ২৩, ২০২২ ২:৩৭:৪৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: বিদায়ী সপ্তাহে (১৭-২১ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে মধ্যে ১৫ খাতের। খাতগুলো হলো- আর্থিক, সেবা ও আবাসন, বিবিধ, টেলিকমিউনিকেশন, ব্যাংক, বিদ্যুৎ ও জ্বালানি, ওষুধ ও রসায়ন, সিরামিক, তথ্যপ্রযুক্তি, বস্ত্র, প্রকৌশল, সিমেন্ট, মিউচুয়াল ফান্ড, খাদ্য ও আনুষঙ্গিক এবং ভ্রমণ ও অবকাশ খাত। ইবিএল সিকিউরিটিজের সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য পাওয়া গেছে।

জানা যায়, আলোচ্য সপ্তাহে সবচেয়ে বেশি মুনাফা পেয়েছেন আর্থিক খাতের বিনিয়োগকারীরা। এই খাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৩.১০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন সেবা ও আবাসন খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ৩.১০ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ মুনাফা পেয়েছেন বিবিধ খাতের বিনিয়োগকারীরা। এখাতের বিনিয়োগকারীরা মুনাফা গুণছেন ২.৭০ শতাংশ।

এছাড়া, বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছেন টেলিকমিউনিকেশন খাতে ২.৬০ শতাংশ, ব্যাংক খাতে ১.৮০ শতাংশ, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১.৫০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ১.৩০ শতাংশ, সিরামিক খাতে ১.২০ শতাংশ, তথ্যপ্রযুক্তি খাতে ১.২০ শতাংশ, বস্ত্র খাতে ০.৮০ শতাংশ, প্রকৌশল খাতে ০.৮০ শতাংশ, সিমেন্ট খাতে ০.৭০ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ০.৭০ শতাংশ, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ০.৪০ শতাংশ এবং ভ্রমণ ও অবকাশ খাতে ০.৩০ শতাংশ।

 

 

Share
নিউজটি ১৮৬ বার পড়া হয়েছে ।
Tagged