সালমান রহমান ও তার ছেলের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

সময়: রবিবার, আগস্ট ১১, ২০২৪ ৪:৩২:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান ও তার ছেলেসহ বেক্সিমকোর সব পরিচালকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন ব্যাংকটির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

একইসঙ্গে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক এমডি শাহ এ সরোয়ারের আমলে যাদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের পুনর্বহাল দাবি করেছেন তারা।

আজ রোববার (১১ আগস্ট) আইএফআইসির প্রধান কার্যালয়ে দুই শতাধিক চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

বিক্ষোভকারীরা জানান, বর্তমান চেয়ারম্যান সালমান এফ রহমান ব্যাংক খাতের লুটপাট, নৈরাজ্যের অন্যতম প্রধান ব্যক্তি। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন তিনি।

তারা অভিযোগ করেন, সালমান রহমানের সহযোগী ছিলেন সাবেক এমডি শাহ এ সরোয়ার। শাহ এ সরোয়ার মানসিক চাপ সৃষ্টি করে অনেক কর্মকর্তা-কর্মচারীকে চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য করেছেন।

উল্লেখ্য, গত ০৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা তার সঙ্গে ভারতে পালিয়ে যান।

 

 

Share
নিউজটি ২৮৩ বার পড়া হয়েছে ।
Tagged