নিজস্ব প্রতিবেদক: মিউচুয়াল ফান্ড খাতের প্রতিষ্ঠান সিএপিএমআইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ৩০ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত প্রথম প্রান্তিকের (জুলাই–সেপ্টেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, আলোচ্য সময়ে ফান্ডটির মোট নীট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭ কোটি ৬২ লাখ ৩৪ হাজার ৫৫৭ টাকা, যা বাজার মূল্যে দাঁড়ায় ৫৪ কোটি ৭৫ লাখ ৭৭ হাজার ৩২৬ টাকা।
অভিহিত মূল্যের বিপরীতে ইউনিটপ্রতি নীট সম্পদমূল্য (এনএভি) বর্তমান মূল্যে ১১ টাকা ৬১ পয়সা এবং বাজার মূল্যে ৮ টাকা ১৯ পয়সা।
এ সময়ে ফান্ডটির নীট লাভ হয়েছে ১ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার ৬১৯ টাকা, ফলে ইউনিটপ্রতি আয় দাঁড়িয়েছে ২৩ পয়সা।


