সিএসই-৫০ সূচকে পরিবর্তন: বিকন, মারিকো ও এমটিবি যুক্ত, বাদ তিন ব্যাংক

সময়: মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫ ৮:২৩:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: দেশের দ্বিতীয় স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) তাদের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার সূচক সিএসই-৫০ পুনর্গঠন করেছে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর লেনদেন কার্যক্রম, আর্থিক পারফরম্যান্স এবং বাজারে প্রভাব বিবেচনায় নিয়ে সিএসই নিয়মিতভাবে এই সূচক হালনাগাদ করে থাকে।

সোমবার (৩ নভেম্বর) সিএসই থেকে প্রকাশিত এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনর্গঠিত সিএসই-৫০ সূচকটি আগামী ১১ নভেম্বর ২০২৫ থেকে কার্যকর হবে।

নতুন করে সূচকে যুক্ত হয়েছে তিনটি প্রতিষ্ঠান— বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি, মারিকো বাংলাদেশ লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)।

অন্যদিকে, সূচক থেকে বাদ পড়েছে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি (এক্সিম ব্যাংক), ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি (এফএসআইবি) এবং সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল)।

সিএসই–৫০ সূচক মূলত শেয়ারবাজারের সবচেয়ে সক্রিয়, স্থিতিশীল ও প্রভাবশালী কোম্পানিগুলোর পারফরম্যান্সকে প্রতিফলিত করে। এটি বাজারের সার্বিক গতিপ্রবাহ বোঝার একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয় বিনিয়োগকারীদের কাছে।

সিএসইর তথ্য অনুযায়ী, এই সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত মূলধন বাজারের মোট নিবন্ধিত কোম্পানিগুলোর মূলধনের প্রায় ৭২.৭৪ শতাংশ, ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৭০.৯৮ শতাংশ এবং ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত বিগত ছয় মাসের গড় দৈনিক লেনদেনের ৪৯.১২ শতাংশ প্রতিনিধিত্ব করে।

Share
নিউজটি ৬৫ বার পড়া হয়েছে ।
Tagged