সিডব্লিউটি ইমার্জিং ফান্ডের চূড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা

সময়: মঙ্গলবার, সেপ্টেম্বর ৭, ২০২১ ২:৪৭:৩১ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ৩০ জুন, ২০২১ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট ইউনিটহোল্ডারদের জন্য ১৯.৫০ শতাংশ চুড়ান্ত ডিভিডেন্ড ঘোষণা করেছে বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (ওপেন ইন্ড) সিডব্লিউটি ইমার্জিং গ্রোথ ফান্ড। এর আগে ফান্ডটির ইউনিটহোল্ডারদের জন্য ১০ শতাংশ অন্তর্র্বতীকালিন ডিভিডেন্ড ঘোষণা করেছিল ফান্ডটি। এর ফলে বর্তমানে ফান্ডটির মোট ডিভিডেন্ডের পরিমাণ দাঁড়িয়েছে ২৯.৫০ শতাংশ। সোমবার (৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফান্ডটির ট্রাস্টি কমিটির সভায় চূড়ান্ত লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, সর্বশেষ বছরে ফান্ডটি ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ৫ টাকা ৯০ পয়সা।

বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডের প্রতি ইউনিটের নিট সম্পদ মূল্য ১৫ টাকা ৪৬ পয়সা। আর ক্রয় মূল্যের ভিত্তিতে নিট সম্পদ মূল্য ১৩ টাকা ৬৭ পয়সা।

ফান্ডটির সম্পদ ব্যবস্থপানার দায়িত্বে আছে সিডব্লিউটি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Share
নিউজটি ২৫৪ বার পড়া হয়েছে ।
Tagged