সি পার্ল হোটেলের শেয়ার লেনদেন স্থগিত

সময়: মঙ্গলবার, এপ্রিল ৪, ২০২৩ ১২:৪২:১৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক : ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামীকাল সি পার্ল হোটেলের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, শামীম এন্টারপ্রাইজের ৩০ শতাংশ শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার পরিচালনা পর্ষদ।

এজন্য সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভার (ইজিএম) তারিখ নির্ধারণ করেছে।

আগামী ২৯ এপ্রিল বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম করবে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।

সম্প্রতি শামীম এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের মোট শেয়ারের ৩০ শতাংশ বা ৩ কোটি ৩৯ লাখ ৮ হাজার ১৬০টি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার পর্ষদ।

প্রতিটি শেয়ারের মূল্য হবে ১০ টাকায়।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৫০ পয়সা।

যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৭২ পয়সা।

গত বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ১৭ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২১-২২ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৬১ পয়সা।

গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৭৭ পয়সায়। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৬৩ পয়সা।

এর আগে ৩০ জুন সমাপ্ত ২০২০-২১ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা।

আলোচ্য অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬১ পয়সা। যা আগের অর্থবছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৯ পয়সা।

 

Share
নিউজটি ১৭০ বার পড়া হয়েছে ।
Tagged