সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের ধারাবাহিক উত্থানে লোকসান কমছে

সময়: সোমবার, ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৩:৫১:৪৪ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: সূচকের ধারাবাহিক উত্থানে লোকসান কমছে বিনিয়োগকারীদের। গত কার্যদিবসের মত আজও ০৫ ফেব্রুয়ারি সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সুচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে ডিএসইতে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৬ শতাংশ বা ৪১.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩২২.৫৯ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৬.৬৪ পয়েন্টে।

এছাড়া, ডিএসই–৩০ সূচক ৮.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৩.২৪ পয়েন্টে।

এদিন লেনদেনে অংশ নিয়েছে ৩৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ২৬১ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১ টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৬.০৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ৫৫ কোটি ২৩ লাখ ১৩ হাজার ১২৬ টি শেয়ার ৩ লাখ ৬৮ হাজার ২৯৮ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ১৬৫৪ কোটি ৭৮ লাখ ২৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৪ ফেব্রুয়ারি ডিএসইতে ৫২ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ৮০ টি শেয়ার ৩ লাখ ৫৩ হাজার ৮৪৪ বার হাতবদল হয়।

টাকার অংকে যার বাজারমূল্য ১৫৮০ কোটি ৪০ লাখ ৬৩ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.১৮ শতাংশ বা ২১১.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫৫.৮৫ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড।

এর মধ্যে দর বেড়েছে ১৮৭ টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ৬১ লাখ ৯৪ হাজার ৭৫৫ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫১ লাখ ৪৫ হাজার ৮৭৩ টাকা।

 

Share
নিউজটি ৬২ বার পড়া হয়েছে ।
Tagged