সূচক কমলেও বেড়েছে লেনদেন

সূচকের পতনে লেনদেন কমেছে

সময়: সোমবার, নভেম্বর ২৭, ২০২৩ ৪:২৮:০৮ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক: আজ ২৭ নভেম্বর সূচকের পতনে লেনদেন কমেছে দেশের শেয়ারবাজারে। এদিন সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। কিন্তু বেলা ১১টারর পর সূচকের একটানা পতন ঘটে। দিনশেষে প্রধান সূচকের পতনে টাকার অংকে লেনদেন কমেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ২৭ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ২০.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২০৯.৪৪ পয়েন্ট।

আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪৭.৩৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১০১.৩৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির , কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৯টির।

অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

আজ ডিএসইতে ১৩ কোটি ১৭ লাখ ৫২ হাজার ৩০৩টি শেয়ার ১ লাখ ২৩ হাজার ৮৮৩ বার হাতবদল হয়েছে।

আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৯ কোটি ৯৬ লাখ ০৮ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৬ নভেম্বর ডিএসইতে ২০ কোটি ১৪ লাখ ৩৯ হাজার ৪২০টি শেয়ার ১ লাখ ৪৯ হাজার ৪৮০ বার হাতবদল হয়।

আর দিন শেষে লেনদেন হয় ৫৪৯ কোটি ১০ লাখ ৬৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৭৯ কোটি ১৪ লাখ ৫৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৩ শতাংশ বা ৬১.৫৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৮ হাজার ৪২৪.৩৪ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া ১৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২টির, কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির।

আজ দিন শেষে লেনদেন হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৪১ হাজার ৬৯ টাকা।

গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮ কোটি ১০ লাখ ৪০ হাজার ৭১৫ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ২ কোটি ৭১ লাখ ৯৯ হাজার ৬৪৬ টাকা।

 

 

 

Share
নিউজটি ৯৭ বার পড়া হয়েছে ।
Tagged